দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

“তিস্তা ব্যারেজের উজানে ড্রেজিং এর ভূ-উপরিস্থ পানি সম্পদের সংরক্ষণ ও যথার্থ ব্যবহার এবং কুড়িগ্রাম জেলার তিস্তা নদীর বামতীর সংরক্ষণ কাজের সম্ভাব্যতা সমীক্ষা ” শীর্ষক প্রকল্পের উপর মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(৪ মার্চ)সকালে তিস্তা অবসরে প্রধান
প্রকৌশলী(পুর) মাহাবুব রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী-১ (ডোমার-ডিমলা)আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রমজান আলী প্রামানিক অতিরিক্ত মহাপরিচালক(পশ্চিম রিজিয়ন)বাপাউবো-ঢাকা,মুহাম্মদ আমিরুল হক ভূঞা, অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা, নকশা ও গবেষণা)বাপাউবো-ঢাকা,ড.শ্যামল চন্দ্র রায় প্রধান প্রকৌশলী (পুর),পরিকল্পনা-২ পরিদপ্তর,বাপাউবো-ঢাকা।

বক্তরা বলেন,তিস্তা ব্যারেজের উজানে ড্রেজিং এর ভূ-উপরিস্থ পানি সম্পদের সংরক্ষণ ও যথার্থ ব্যবহার এবং কুড়িগ্রাম জেলার তিস্তা নদীর বামতীর সংরক্ষণ কাজের সম্ভাব্যতা সমীক্ষার প্রস্তাবিত কাজসমূহ বাস্তবায়িত হলে প্রকল্প এলাকার বন্যা পরিস্থিতির উন্নয়ন, ভূ-উপরিস্থ পানি সম্পদের সংরক্ষণ, নদীর পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি, সেচকাজে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস,ভূ-উপরিস্থ এবং ভূগর্ভস্থ পানির প্রাপ্যতা বৃদ্ধি এবং কৃষি পণ্য,বাস্তুতন্ত্র ও পরিবেশগত উন্নয়ন সাধন সম্ভব হবে।এছাড়া ও লালমনিরহাট জেলা এবং কুড়িগ্রাম জেলাস্থ রাজারহাট উপজেলার গতিয়াশাম ও বগুড়াপাড়া এলাকায় গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ নদী ভাঙন থেকে রক্ষা পাবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version