মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদুর সার্বিক সহযোগিতায় পাঁচবিবি প্রেসক্লাবের সদস্যদের নিয়ে দিনব্যাপী মেহেরপুর উপজেলার ঐতিহাসিক মুজিব নগর ভ্রমণ করা হয়েছে।
শনিবার সকালে পাঁচবিবি উপজেলা থেকে ঐতিহাসিক মুজিব নগরের উদ্দেশ্য রওনা হন তারা।
মুজিবনগর ভ্রমণ শেষে বিকেলে কুষ্টিয়া জেলার মরমী স্বাধক লালন শাহ মাজার প্রাঙ্গণে মিলিত হন।
ভ্রমণ যাত্রায় অংশগ্রহণ করেন প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম সাবু, সিনিয়র সহসভাপতি দুলাল অধিকারী, সাধারণ সম্পাদক উল্লাস কুমার হাজরা, সিনিয়র সাংবাদিক নির্মল রায়, আজাদ আলী, সাখোয়াত হোসেন, ডঃ আজমল হোসেন, জহুরল ইসলম জুয়েল, আব্দুল আলীম, সজল কুমার দাস, আবু হাসান, নজরুল ইসলাম, শাহাজালাল, দবিরুল ইসলাম, বাবুল হোসেন, দেলোয়ার হোসেন, সুলতান মাহমুদ প্রমুখ।