এ,এম স্বপন জাহান, মধ্যনগর উপজেলা প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ শালদিঘা, কলমা ও তাহিরপুর উপজেলার নজরখালীতে ফসলরক্ষা বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার (২ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার বংশীকুন্ডা বাজারে জলজনপদ নারী ও শিক্ষা উন্নয়ন সংস্থার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে টাঙ্গুয়ার হাওরপাড়ের বিভিন্ন গ্রামের শতাধিক মানুষ অংশগ্রহণ করে।
সংশ্লিষ্ট বাঁধগুলো নির্মাণের প্রয়োজীয়নতা উল্লেখ করে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি সাজেদা আহমেদ, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মনীন্দ্র চন্দ্র সরকার, উপজেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক সারোয়ার আলম, জেলা ছাত্রলীগ সহ-সভাপতি নিউটন সরকার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক অমিত হাসান রাজু প্রমুখ।