মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩

ঝালকাঠিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে জলবায়ু ধর্মঘট

যা যা মিস করেছেন

আরিফুর রহমান, ঝালকাঠি।।

জলবায়ু সুরক্ষা ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে নবায়নযোগ্য শক্তির উল্লেখযোগ্য সম্প্রসারণ ও জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবিতে ঝালকাঠিতে জলবায়ু ধর্মঘট হয়েছে।

বৈশ্বিক জলবায়ু ধর্মঘট কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার (৩ মার্চ) সকালে এই ধর্মঘট পালন করেন তরুণ জলবায়ুকর্মীরা। পরে জলবায়ু সুবিচারের দাবিতে পদযাত্রা করে।

ফ্রাইডেস ফর ফিউচারের বাংলাদেশ গ্রুপ, প্রতীকী যুব সংসদ ও ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস এই জলবায়ু ধর্মঘটের আয়োজন করে।

এ সময় তরুণরা ক্ষতিকর জীবাশ্ম জ্বালানি বিশেষ করে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসে (এলএনজি) অর্থায়ন বন্ধের দাবি জানান। এ ছাড়া এলএনজি আমদানি নির্ভরতা কমাতে সরকার এবং বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে বক্তব্য দেন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের ঝালকাঠি সমন্বয়কারী হাফিজা আক্তার, বিশিষ্ট সমাজসেবক হাছান মাহমুদ, আরো উপস্থিত ছিল শাকিল রনি সভাপতি ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ও ইনেটের সকল সদস্যবৃন্দ

জলবায়ুকর্মীরা বলেন, জলবায়ু পরিবর্তনের বিপর্যয়কর প্রভাবের কারণে বিশ্ব এখন একটি জটিল সময় পার করছে। যা ইতোমধ্যে জাতিসংঘ বিশ্বব্যাপী মানবতার জন্য রেড অ্যালার্ট হিসেবে ঘোষণা করেছে। উন্নত দেশগুলোকে প্যারিস জলবায়ু চুক্তি মেনে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫-এ সীমাবদ্ধ রাখতে হবে। পাশাপাশি বহুজাতিক প্রতিষ্ঠানগুলোকে জীবাশ্ম জ্বালানি ব্যবসায় বিনিয়োগ না করে কার্বন নিঃসরণ হ্রাসে এখনই উদ্যোগী হতে হবে। সরকার ও বিনিয়োগকারীদের অবশ্যই ক্ষতিকারক জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে জলবায়ু বিধ্বংসী কার্যকলাপের জন্য দায় নিতে হবে।

More articles

সর্বশেষ