মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে বুড়া বিবি মাজার দারুস সুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার বাৎসারিক মাহফিল উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা ১২ টায় মাদ্রাসা পরিচালনা কমিটির সহ সভাপতি ও স্থানীয় পৌর কাউন্সিলর আনিছুর রহমান বাচ্চুর সভাপতিত্বে মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, মাদ্রাসা পরিচাল কমিটির সাধারণ সম্পাদক তোয়াবুর রহমান, একে এম মঞ্জুর হোসেন পলাশ, সাবেক পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ রেজাউল করিম, মোঃ রফিকুল ইসলাম, সাবেক ইউপি সদস্য এজবারুল হক সহ আরো অনেকে।
সভায় আগামী ১৫ মার্চ বুধবার বাৎসারিক মাহফিল অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।