মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
“নারী পুরুষ ঐক্য গড়ি, স্মাট বাংলাদেশ চলো গড়ি, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষ্য রোববার বেলা ১২ টায় উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী মাসুদা বেগম ঝর্নার সভাপতিত্বে এক আলোচনা সভা বিপ্লবী ডা কাদের চৌধুরী ( পৌর পার্ক) উদ্যানে অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা আওয়ামীলীগের আয়োজনে ও ইফরাজ আলম বাপ্পির সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা মহিলা আওয়ামীলীগের মা ও শিশু বিষয়ক সম্পাদক ও পৌর কাউন্সিলর শামীমা সুলতানা শীতল, পৌর মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ও সাবেক পৌর কাউন্সিলর ইভানা আক্তার মিনু, সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদের সদস্য রেবেকা সুলতানা সহ আরো অনেকে।