গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গুণভরি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের নিজস্ব মাঠে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
গুণভরি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উড়িয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক মজনুর রশিদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট নুরুল আমিন, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী, উড়িয়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা, প্রধান শিক্ষক মতলুবর রহমান, প্রভাষক মোসলেম উদ্দিন মাসুম প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করেন। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এদিন সন্ধ্যায় উড়িয়া ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের পক্ষ থেকে চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন কে স্বর্ণের তৈরি নৌকার ব্যাচ উপহার প্রদান করেন।