যশোরের অভয়নগরে যুগাবতার ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের ১৮৮তম শুভ জন্মোৎসব উদযাপিত হয়েছে।
রামকৃষ্ণ সেবা সংঘ নওয়াপাড়া’র আয়োজনে সোমবার নওয়াপাড়া কালিবাড়ী প্রাঙ্গণে এ জন্মোৎসব উদযাপিত হয়। সকাল ৯ টায় ঠাকুর, মা, স্বামীজীর বিশেষ পূজা শেষে স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করে। পরে সকাল ১১ টায় ‘বিশ্ব শান্তিতে শ্রী রামকৃষ্ণ দেবের অবদান’ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন, যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী জ্ঞানপ্রকাশানন্দজী মহারাজ।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন, যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের সহ-সম্পাদক শ্রীমৎ স্বামী আত্মবিভানন্দজী মহারাজ। বিশেষ অতিথি ছিলেন, নড়াইল মনোরঞ্জন কাপুড়িয়া কলেজের অধ্যক্ষ শ্রীমতি তাপসী কাপুড়িয়া।
স্বাগত বক্তব্য রাখেন, নওয়াপাড়া রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি শ্রী শেখর কুমার সাহা। ধন্যবাদ জ্ঞাপন করেন, নওয়াপাড়া কালিবাড়ীর সাধারণ সম্পাদক ও নওয়াপাড়া রামকৃষ্ণ সেবাশ্রমের উপদেষ্টা শ্রী শংকর সিংহ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, নওয়াপাড়া মডেল কলেজের প্রভাষক শ্রী দেবাশীষ রাহা। আলোচনা সভার পর দুপুরে ভারতের কোলকাতা থেকে আগত শ্রী ভার্গব লাহিরী ভক্তিগীতি পরিবেশন করেন।