মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কালনী এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনের ভেতর থেকে বস্তাবন্দী অবস্থায় পাওয়া গলাকাটা হরিণ উদ্ধারের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মৃত হরিণ ঝুলিয়ে নিয়ে যাওয়ার একটি ছবি ছড়িয়ে পড়েছে। গতকাল বৃহস্পতিবার রাত থেকে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতন মহল সহ পরিবেশবাদীরা ছবিটি পোস্ট করে এর প্রতিবাদ জানাচ্ছেন। এর আগে গত বুধবার সকালে কালনী এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনের ইঞ্জিন রুমের কাছ থেকে বস্তাবন্দী অবস্থায় একটি মৃত মায়া হরিণ উদ্ধার করা হয়। পরিবেশবাদী ও বন বিভাগের দাবি, ভাইরাল হওয়া ছবির ওই হরিণটি পরে ট্রেন থেকে উদ্ধার করা হয়েছে।
ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, লাউয়াছড়ার মাগুরছড়াসংলগ্ন এলাকায় রেললাইনে পাশ দিয়ে এক ব্যক্তি কাস্তে হাতে নিয়ে হেঁটে যাচ্ছেন। তাঁর পেছনে আরও ছয়জন লোক হাঁটছেন। এর মধ্যে দু’জন মিলে একটি মৃত হরিণ ঝুলিয়ে নিয়ে যাচ্ছেন। তবে ওই ছবির ব্যক্তিদের কাউকে শনাক্ত করতে পারেনি শ্রীমঙ্গল (জিআরপি) রেলওয়ে পুলিশ।
Share.
Leave A Reply

Exit mobile version