মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
” স্মাট বাংলাদেশ বির্নিমানে স্কাউটিং” এই প্রতিপাদ্য বিষযকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে মরহুম বয়েজ আহমেদ ৭ম উপজেলা স্কাউট সমাবেশের উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশ স্কাউট পাঁচবিবি উপজেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় বিয়াম স্কুল এন্ড কলেজ মাঠে জাতীয় ও স্কাউট দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ৩ দিন ব্যাপী এই সমাবেশের উদ্বোধন করেন প্রধান অতিথি জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।
এ উপলক্ষ্যে এক উদ্বোধনী সভা ক্যাম্প চিপ ও উপজেলা নির্বাহী অফিসার বরমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন স্কাউট উপজেলা শাখার কমিশনার মাহফুজার রহমান মিঠু, স্কাউট উপজেলা শাখার সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন মাহমুদ।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মারুফ আফজাল রাজন, পাঁচবিবি সরকারী বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নাসরিন আক্তার জুন, বিয়াম স্কুল এন্ড কলেজের শিক্ষক আব্দুল হাই, পাঁচবিবি প্রেস ক্লাবের সাবেক সভাপতি আজাদ আলী সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ।
পরে প্রধান অতিথি স্কাউট দলের তাঁবু পরিদর্শন করেন।