মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ- গোষ্টির আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে ভেড়া এবং ভেড়ার গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রাণি সম্পদ কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরমান হোসেনের সভাপতিত্বে প্রাণী সম্পদ কার্যালয় চত্ত্বরে বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ডেটোনারী সার্জন ডাঃ ফয়সাল রাব্বীর সঞ্চলনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নেওয়াজ কাযমির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর ছিদ্দিক মন্ডল, মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম পিন্টু আরো অনেকে।
শেষে প্রধান অতিথি ক্ষুদ্র নৃ- গোষ্ঠী সম্প্রদায়ের প্রথম পর্যায়ে ৫০টি পরিবারকে ভেড়া ও ১৫০জন পরিবারকে ভেড়া পালনের গৃহ নির্মাণের অন্যান্য সামগ্রী বিতরণ করেন।