সোনাগাজীতে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আবদুল হাই কে গ্রেফতার করেছে পুলিশ।
ফেনীর সোনাগাজীতে স্ত্রীকে নির্যাতন করে হত্যার অভিযোগে স্বামী আবদুল হাই মঞ্জুরকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে ফেনী জেনারেল হাসপাতালে ভিকটিম তাহমিনা আক্তার রুনা (২০) মারা যায়। তার স্বামীর বাড়ী সোনাগাজী উপজেলার দক্ষিন চরচান্দিয়া গ্রামে।
স্বজনরা অভিযোগ করে জানায়,২০২০সালে চট্টগ্রাম জেলার মিরসরাই থানার দক্ষিন মগাদিয়া গ্রামের রবিউল হোসেনের মেয়ে তাহমিনা আক্তার রুনার (২০) সাথে ফেনীর সোনাগাজী উপজেলার চরছান্দিয়া ইউনিয়নের দক্ষিন চরছান্দিয়া গ্রামের বাসিন্দা আবদুল হাই মঞ্জুরের সাথে প্রেমে সম্পর্কে বিয়ে হয়। তার সংসারে একটি কন্যা সন্তান রয়েছে। স্বামী স্ত্রীর সাথে স্বামীর পরকীয় প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে প্রায় ঝগড়াঝাটি হতো। গতকাল রাতেও স্বামী স্ত্রী দুজনের সাথে মনমালিন্য হয়। বুধবার সকালে স্ত্রী রুনা বিষপান করলে। স্ত্রীর অসুস্থতা দেখে স্বামী মঞ্জুর তাকে প্রথমে সোনাগাজী হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে ফেনী সদর হাসপাতালে রেফার করে। ফেনী জেনারেল হাসপাতালের নেয়ার পর তাহমিনা আক্তার রুনা মারা যান। এসময় স্ত্রী রুনার স্বজনরা পুলিশকে খবর দিলে আসামী আবদুল হাই মঞ্জুর কে ফেনী মডেল থানা পুলিশ আটক করে থানায় আনা হয়। পরে আসামীকে সোনাগাজী মড়েল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ সুপার জাকির হাসান জানান, খবর পেয়ে অভিযুক্তকে আটক করে পুলিশ হেফাজতে আনা হয়েছে। আসল ঘটনা বেরিয়ে আনতে তদন্তে পুলিশ কাজ করছে।