স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনশন
স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অফ গিলওয়েল (যিনি বিপি নামে সমাদৃত) এর আজ ১৬৬তম জন্মদিন।
১৮৫৭ সালের ২২ ফেব্রুয়ারি লন্ডনের হাইড পার্কের পাশে অবস্থিত একটি বাড়িতে জন্মগ্রহণ করেন বিপি।
বিপির জন্মদিন উপলক্ষে বাংলাদেশ স্কাউটস, পঞ্চগড় জেলা রোভার ও বাংলাদেশ স্কাউটস, পঞ্চগড় জেলার আয়োজনে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা রোভারের সম্পাদক মহোদয়, জনাব আব্দুল কাদের, জেলা স্কাউটসের সম্পাদক মহোদয়, জনাব মফিজুল ইসলাম, জেলা রোভার স্কাউট লিডার জনাব এ.কে.এম হোসেন, সহকারী কমিশনার জনাব আব্দুল জলিল, জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি মোঃ সোলাইমান আলী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের রোভারবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কেক কেটে বিপি দিবস উদযাপন করা হয়।