মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে স্কাউটিংয়ের প্রতিষ্ঠাতা ” লড ব্যাডেন পাওয়েল” এর ১৬৬তম জম্মদিন ও বিপি দিবস উদযাপন করা হয়েছে।
বাংলাদেশ স্কাউট, পাঁচবিবি উপজেলা শাখার আয়োজনে বুধবার বেলা ১১ টায় বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ চত্বরে জম্ম দিনের কেক কাটেন স্কাউট উপজেলা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরমান হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্কাউট কমিশনার মাহফুজার রহমান মিঠু, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মাহমুদ, পাঁচবিবি সরকারী বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নাসরিন আক্তার জুন, বিয়াম স্কুল এন্ড কলেজের শিক্ষক আব্দুল হাই, পাঁচবিবি প্রেস ক্লাবের সাবেক সভাপতি আজাদ আলী সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ।
এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্কাউট সভাপতি বরমান হোসেনের নেতৃত্বে একটি র্যালী স্কুল চত্বর প্রদিক্ষন করেন।