বরগুনার পাথরঘাটায় ১৪ বছর পর ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনের মাধ্যমে উপজেলার সাতটি ইউনিয়নের ছয়টি ইউনিয়ন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। আজ মঙ্গলবার বিকেল ৫টায় প্রেস রিলিজ এর মাধ্যমে ইউনিয়ন আহ্বায়ক কমিটি ঘোষণা দেন পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক। এর আগে ২ থেকে ১৩ ফেব্রুয়ারি ১২ দিন পর্যন্ত ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়
ইউনিয়ন বিএনপির সদস্যরা হলেন- পাথরঘাটার আহবায়ক ছগির আলম ও সদস্য সচিব নাসির উদ্দীন । কাঠালতলীর আহ্বায়ক ইউনুস খান ও সদস্য সচিব এমাদুল হক । চরদুয়ানির আহ্বায়ক আলমগীর হোসেন ও সদস্য সচিব বাদশা আকন, কালমেঘার আহ্বায়ক নজরুল ইসলাম বাদল ও সদস্য সচিব আঃ রহিম মনির খতিব, নাচনাপাড়ার আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ পান্না ও সদস্য সচিব জাকির হোসেন মুন্সি এবং রায়হানপুরের আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব মো শহিদুল ইসলামকে ঘোষণা করা হয়েছে। এর আগে ২০০৮ সালে উপজেলার সাত ইউনিয়নে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক জানান, ‘দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার সাত ইউনিয়নের বিএনপিকে পূর্ণ সংগঠিত করার জন্য ইউনিয়ন সম্মেলনের মাধ্যমে কাকচিড়া ইউনিয়ন ব্যাতিত ছয়টি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।’