বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাট কালাইয়ে নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আব্দুল মোমিন(৪০) নামের এক নসিমন চালক নিহত হয়েছে। তিনি উপজেলার হাতিয়র গ্রামেন মৃত কফির উদ্দিনের ছেলে।
আহত হয়েছেন একই গ্রামের মৃত আঃ রশীদ এর ছেলে মোস্তাফিজুর রহমান মোস্ত (৫৫)। তাকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বগুড়া স্থানান্তর করা হয়েছে।
মঙ্গলবার(২১ফেব্রুয়ারী) ভোরে উপজেলার সাঁতার-কুসুমসাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন আঞ্চলিক সড়কে এ দূর্ঘটনা ঘটে।
মঙ্গলবার ভোরে নসিমন যোগে মাছ বিক্রি করার জন্য গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ বাজারে যাচ্ছিলো৷
প্রত্যক্ষদর্শী ও নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়
মোস্তাফিজুর তার মাছ নিয়ে নসিমনযোগে গোবিন্দগঞ্জ যাচ্ছিলেন। দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমনটি খাদে পড়ে যায়। এ সময় চালকসহ দুজন আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা নসিমন চালককে মৃত ঘোষণা করেন।
কালাই থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিন জানান, স্থানীয়রা লাশ উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে আসলে পরবর্তীতে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।