যশোর সদরে লেডি চাকুবাজ খ্যাত কিশোর অপরাধী চক্রের হোতা মুসকানকে ইয়াবাসহ কোতোয়ালি থানা পুলিশ গ্রেফতার করেছে ।
গ্রেফতারকৃত মুসকান লামিয়া শহরের নাজির শঙ্করপুর সাদেক দারোগার মোড়ের মাসুম মোল্যার মেয়ে।
শনিবার রাত ৮টার দিকে গাড়িখানা রোড এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। এসময় তার আরও দুই সহযোগী পালিয়ে যায় ।
পুলিশ জানায়, মুসকান শহরের বিভিন্ন এলাকায় নানা ধরনের সন্ত্রাসী কর্মকান্ড করে বেড়ায়। মাদকের সাথে রয়েছে তাদের গভীর সংশ্লিষ্টতা। তার নেতৃত্বে অন্তত ৩০/৪০ জন কিশোর রয়েছে। যারা সবাই চাকু নিয়ে বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়ায়। চুরি ছিনতাই থেকে শুরু করে এমন কাজ নেই যা তারা করে না। এ চক্রের অন্য সদস্যদের আটকে অভিযান অব্যহত রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান।
কোতয়ালি থানার ওসি তাজুল ইসলাম জানান
এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, শনিবার সকালে যশোর শহরের পুরাতন কসবা এলাকায় ঘরভাড়া নেয়ার কথা বলে যশোরের পুরানো দৈনিক পূরবী পত্রিকার সম্পাদক মৃত মহিউদ্দিন আহমেদের ছেলে সৈয়দ মাহবুব জাহান আহমেদ সোহেলে ছুরিকাঘাত করে মুসকানসহ তার সহযোগীরা।