নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে তিন জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মনোনয়ন দাখিলের শেষ দিনে আজ তাঁরা মনোনয়নপত্র জমা দেন।
তাঁরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সফিকুল ইসলাম,স্বতন্ত্র প্রার্থী ইউসুফ তালুকদার,স্বতন্ত্র প্রার্থী মো.সিরাজুল ইসলাম।
তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিলো আজ। মনোনয়ন বাছাইয়ের তারিখ ২০ ফেব্রুয়ারী,প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারী এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৬ মার্চ সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ওই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২২ হাজার ১শ ৬৭ জন। তার মধ্যে পুরুষ ১১ হাজার ৩শ’৫৬ জন ও নারী ১০ হাজার ৮শ’ ১১জন।
উল্লেখ্য,গত ২৮ নভেম্বর ২০২১ তৃতীয় ধাপে ইউপি নির্বাচনে বাকলজোড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন ইয়াকুব আলী তালুকদার। নির্বাচিত হওয়ার পর গত ১০ জানুয়ারি শ্বাসকষ্ট জনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি। এরপর ৩১ জানুয়ারি এক বিজ্ঞপ্তিতে ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ঘোষণা করা হয়।