সোনাগাজীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু
ফেনী জেলাঃ
ফেনীর সোনাগাজীর পর্যটক এলাকা মুহুরী প্রজেক্টে বেড়াতে গিয়ে আশরাফুর রহমান সজিব নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সজিব শনিবার বিকেলে বন্ধুদের সাথে মুহুরী প্রজেক্ট এলাকায় বেড়াতে গিয়ে ব্রিজের পাশে বড়ই গাছে উঠে বড়ই পারার সময় পাশে থাকা বিদ্যুতের সংযোগ লাইনের উপর হঠাৎ পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
সজিব নবাবপুর ইউনিয়নের মধ্যম ফতেহপুর এলাকার একারামুল হকের ছেলে।সে আমিরাবাদ বিসি লাহা স্কুল এ্যন্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র।
মুহুরী প্রজেক্ট এলাকার পুলিশ ফাঁড়ি ইনচার্জ জাহিদ হোসেন জানান, সোনাগাজী সার্কেল এসপি তাসলিম হোসাইন ও মডেল থানার অফিসার ইনচার্জ খালিদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন ও লাশ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসেন।
নিহতের মা খাদিজা বেগম কান্নাজড়িত কন্ঠে প্রতিবেদককে জানান,আমার ছেলের মৃত্যুর জন্য আমরা কাউকে দায়ী করবো না।তিনি তার নাবালক ছেলের ময়নাতদন্ত না করতে এডিএম মহোদয়ের নিকট আবেদন করেছেন।