জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) লোক প্রশাসন বিভাগের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান- ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৭ ফেব্রুয়ারি (শুক্রবার) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে অবস্থিত মুক্ত মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব।
এছাড়াও অনুষ্ঠানে লোক প্রশাসন বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মো: নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ অতিথি হিসেবে ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. মো. হাসিবুর রহমান।
এ ছাড়া উপস্থিত ছিলেন লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ হাসেম রেজা, কাজী নাসরিন সুলতান এবং আয়শা সিদ্দিকা সহ অন্য বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের শুরুতেই নবীন শিক্ষার্থীদের বরণ এবং প্রবীণ শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। পরবর্তীতে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনমুগ্ধকর সাংস্কৃতিক কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
লোক প্রশাসন বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মো: নাছির উদ্দিন বলেন, “আজকের এই ভাষার মাসে যারা শহীদ হয়েছেন সেই বীর সৈনিকদের আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি।
আমরা সবসময়ই বলি বিদায় একটা কঠিন শব্দ। আপনারা আমাদের কাছ থেকে কখনো বিদায় নিতে পারবেন না, হয়তো সাময়িক একটা বিচ্ছেদ ঘটবে।
সবসময় আপনারা আমাদের পাশে ছিলেন,আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। পাশাপাশি লোক প্রশাসন পরিবার আপনাদের সাথে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।”