মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা রিক্সা/ ভ্যান শ্রমিক কল্যাণ ইউনিয়নের ৭ম বার্ষিক সাধারণ সভা ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা রিক্সা/ ভ্যান শ্রমিক কল্যাণ ইউনিয়নের আয়োজনে শনিবার বেলা ১২ টায় ইউনিয়নের সভাপতি ও পাঁচবিবি পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর আনিছুর রহামান বাচ্চুর সভাপতিত্বে গোহাটা মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয়।
উক্ত সাধারণ সভায় আওয়ামীলীগ নেতা মাসুদ পারভেজ রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনর সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়র সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু (এমপি)।
সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর ছিদ্দিক মন্ডল, সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ মন্ডল, পৌর আওয়ামীলীগের সভাপতি এসকে আব্দুল হক, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খালেকুল ইসলাম বকুল, মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম পিন্টু, ইসলামী ব্যাংক পাঁচবিবি শাখার ব্যবস্থাপক গিয়াস উদ্দিন, থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক, জেলা স্বেচ্চাসেবকলীগের সাংগাঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর আরিফ রাব্বানী ইস্তি, বিশিষ্ট ব্যবসায়ী শরিফুল ইসলাম বাবু, ছাত্র নেতা রাশেদ সহ আরো অনেকে।
এর আগে আলহাজ্ব সামছুল আলম দুদু এমপির নেতৃত্বে একটি বিশাল র্যালী পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদিক্ষণ শেষে গোহাটা মুক্ত মঞ্চে এসে শেষ হয়।