দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

৩৫ বছর পর স্বপ্ন পূরন হলো বৃদ্ধ দম্পত্তির

ছিদ্দিক মিয়া,কটিয়াদী(কিশোরগঞ্জ)
আমাদের সমাজে ব্যতিক্রমী কিছু জীবন যুদ্ধা থাকে যে গল্পটা শুনলে চোখের জল ঝড়তে বাধ্য। তেমনই একটি ৩৫ বছর পর স্বপ্ন পূরন হলো বৃদ্ধ দম্পত্তির। শুরুতে সামান্য ভিটে থাকলেও ত্রিশ বছর আগে নদী ভাঙ্গনে সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন। যাদের নিজেদের থাকার মত একটি ভাল ঘর নেই,বৃদ্ধা স্ত্রীকে নিয়ে জরাজীর্ণ একটি টিনের ঘরে খেয়ে না খেয়ে দিন কাটছে তাদের। সংসারে লাগামহীন নানা বোঝা টানতে টানতে ক্লান্ত,অক্ষম,শক্তিহীন হয়ে পড়েন দুই বৃদ্ধা দম্পতি। তবুও দু মুঠো আহারের জন্যে হাত পাতেনি কারো কাছে। কোনদিন একবেলা আবার কোনদিন কয়েক মুঠো মুড়ি চিবিয়ে কয়েক গøাস পানি খেয়ে রাত্রিযাপন করতেন এবং রমজান মাসে দুটো খেজুর,মিষ্টি আলু খেয়ে রোজা রাখতে হয়েছে। ভাগ্যের চাকা ঘুরতে থাকলেও দীর্ঘ ৩৫ বছরে তাদের শুধু একবেলা পেটভরে খাওয়ার চিন্তা দূর হয়নি কখনও। হটাৎ কিছু মানবিক সংবাদকর্মীর নজরে আসলে বিভিন্ন দৈনিকে প্রচার করতে থাকে এই দম্পতির জীবন সংগ্রামের কথা।
‘দুইবৃদ্ধের ১০০ টাকা পুঁজির দোকান’ শিরোনামে সর্বপ্রথম সচিত্র সংবাদ প্রকাশ হয়েছিলো জনপ্রিয় সংবাদ মাধ্যম দৈনিক আনন্দবাজার পত্রিকা ও পরে বর্তমান প্রজম্মের জনপ্রিয় অনলাইন একাত্তর পোস্টে। এরপরই পাঠক মহলে আলোচনায় আসে খবরটি। আসতে থাকে সহায়তা। বিষয়টি সামনে আসায় আরো কয়েকটি সংবাদ মাধ্যমে খবর প্রচারিত হয়। গুরুত্বপূর্ন পত্রিকা ও অনলাইনে খবর প্রচার হলে সর্বপ্রথম নজরে আসে সাবেক জনপ্রশাসন মন্ত্রী,বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাঃ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মামাতো ভাই ও কটিয়াদী উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান মরহুম আসাদুজ্জামানের সুযোগ্য ভাতিজা এবং নেদারল্যান্ড আওয়ামীলীগ শাখার সিনিয়র সহ সভাপতি, কটিয়াদী পৌরসভার মেয়র পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী লায়ন জাকিরুল হক টিপুর এরপর গত (১৩ ডিসেম্বর) সকালে তার প্রতিনিধি ও সাংবাদিক মিয়া মোহাম্মদ ছিদ্দিকের মাধ্যমে বৃদ্ধ দম্পতিদের বাড়িতে গিয়ে ওই টাকা তাদের হাতে তুলে দেন।
দ্বিতীয় সহায়তায় এগিয়ে আসে ‘একজন বাংলাদেশ’ ও ইতি টিম। তারা দোকানের জিনিসপত্রের মধ্যে ৩৫টি আইটেম তুলে দেয় নিজেদের হাতে এবং নতুন দোকান ঘর তৈরি করে দেয়। সবগুলো কাজ তারা নিজেদের হাতেই করেছে। এসব কাজের তদারকি ও নেতৃত্ব দেয় ‘একজন বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা নাফিসা আঞ্জুম খান ও তার সংগঠনের সদস্যরা। তাদের সাপোর্ট দেন একই সংগঠনের নরসিংদী জেলা সদস্য জাহিদ হাসান ইতি ও তার সহকর্মীরা।
কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার শেষ প্রান্তে জালালপুর ইউনিয়নের চরনোয়াকান্দি গ্রামের বেরিবাঁধ সংলগ্ন এলাকার মো. শামসু মিয়া (৯০) ও জহুরা খাতুন (৭০)।
জানা যায়,শুরুতে সামান্য ভিটে থাকলেও ৩০ বছর আগে নদী ভাঙনে সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন। এরপর থেকে কখনও ভাসমান জীবন আবার অন্যের জমিতে ঝুপড়ি ঘর বেঁধে থাকছেন ভূমিহীন দুই বৃদ্ধা স্বামী-স্ত্রী। অন্যের জায়গায় বাঁশ-বেত দিয়ে বেঁধেছেন ঝুপড়ি দোকান। পুঁজি ছিলো তাদের মাত্র ১০০ টাকা। অবিশাস্য হলেও এই পুঁজি দিয়ে শুরু থেকে দোকান পরিচালনা করে আসছিলেন তারা।
দুই বৃদ্ধা স্বামী-স্ত্রী বলেন,এই সহায়তার উৎসহদাতা হলেন কটিয়াদীরে দুই সাংবাদিক মিয়া মোহাম্মদ ছিদ্দিক ও ছাইদুর রহমান নাঈম। তাদের লেখনির কারনে সহায়তা পেয়েছি।সকল সহায়তাকারী আমাদের খোজখবর নিচ্ছেন এবং বিভিন্ন রককম অর্থ সহায়তা পাচ্ছি। যারা আমাদের সহায়তায় করেছে তাদের জন্য দোহাত তুলে দোয়া করছি তারা যেন দেশ ও সমাজের সেবক হতে পারে।তাদের পবিারের পিতামাতাসহ সকলের সুস্বাস্থ্য কামনা করছি।

ছিদ্দিক মিয়া
কটিয়াদী(কিশোরগঞ্জ)
তারিখঃ ১৮ -০২-২০২৩ইং
মোবাইলঃ ০১৮৩৭৯৭৬৬৯৬

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version