মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
পাঁচবিবি পৌরসভাধীন ৩নং ওয়ার্ডের পশ্চিম বালিঘাটা মহল্লার মাজেদা বিবি। স্বামী সহ বেড়ার খুপরি ঘরে বসবাস করতেন। ঝড় বৃষ্টির দিনে সেই ঘরে বৃষ্টির পানি পড়া অপেক্ষা করে মানবতের দিন যাপন করেন তিনি । বিষয়টি জয়পুরহাট স্বেচ্ছাসেবক লীগের সাংগাঠনিক সম্পাদক ও পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর আরিফ রাব্বানীর ইস্তির নজরে আসলে তিনি নিজ উদ্যোগে তার ব্যক্তিগত তহবিল থেকে মাজেদা বিবিকে একটি ইটের পাকা ঘর নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
সেই প্রতিশ্রুতির আলোকে আজ শনিবার(১৮ ফেব্রুয়ারী) সকালে অসহায় মহিলার পাকা ঘর নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করেন কাউন্সিলর আরিফ রাব্বানী ইস্তি।
এসময় উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা ক্রিকেট একাডেমীর সভাপতি ইকবাল হোসেন নাজমুল, স্বেচ্ছাসেবকলীগ নেতা রাজু আহম্মেদ হৃদয়, আল আমিন, শিপন, মাহফুজ, আকাশ সেতু, সৈকতসহ আরো অনেকে।
ঘর পেয়ে মাজেদা বিবি তার প্রতিক্রিয়ায় বলেন, আমার কোন দিন ইটের পাকা ঘর করার সার্মথ্য ছিল না। কাউন্সিলর আরিফ রাব্বানী ইস্তি আমাকে ইটের ঘর করে দেওয়ায় আমি অনেক খুশি। আল্লাহ যেন তাকে নেক হায়াত দান ও আরো ভাল কাজ করার তৌফিক দেন।