“সুস্থ্য দেহে সুন্দর মনে বাস” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার দুর্গাপুরে দি চাইল্ড লার্নিং হোমসে স্কুলে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শুক্রবার সকালে বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় এই ক্রীড়া প্রতিযোগিতা।
বিদ্যালয়ের একাডেমিক সুপারভাইজার মাসুম বিল্লাহ’র সঞ্চালনায়, প্রতিষ্ঠাতা পরিচালক সাইদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাধারণ সম্পাদক জামাল তালুকদার, স্কুলের নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম, সাংবাদিক রিফাত আহমেদ রাসেল, মানবতার ফেরিওয়ালা রিকশা চালক তারা মিয়া, স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। প্রতিযোগিতায় দৌড়, মুরগির লড়াই, ভারসাম্য দৌড়, চকলেট খেলা, ব্যাঙের দৌড়, পাখি উড়ে সহ বিভিন্ন গ্রামীণ খেলা অনুষ্ঠিত হয়।
অতিথিরা বলেন, শিশুদের মেধা বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চ্চা করাতে হবে। বর্তমানে অনেক শিশুরা মোবাইল ফোনের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। তাই শিশুদের বেশি বেশি করে মাঠের খেলায় আগ্রহ সৃষ্টি করতে অভিভাবকদের আহবান জানানো হয়। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। শিশুদের খেলাধুলা ও সুশিক্ষায় শিক্ষিত করা গেলেই তারাও দেশ পরিচালনায় অংশ নিবে।