ফেনীতে দুই লিঙ্গ নিয়ে এক শিশুর জন্ম
ফেনী শহরের জেনারেল হাসপাতালে দুই লিঙ্গ (পুরুষ ও নারী) নিয়ে শিশুটি শুক্রবার জন্ম নেন। ফেনীর ছাগলনাইয়া উপজেলার মঠুয়া এলাকার বাসিন্দা রাজমেস্ত্রী মহিউদ্দিন জানান, সকাল ৭টার দিকে তার স্ত্রীর গর্ভে তাদের একটি সন্তান জন্ম নেয়। জন্মের পর চিকিৎসক জানিয়েছেন, তাঁর সন্তান দুই লিঙ্গ নিয়ে জন্ম নিয়েছেন। রাজমেস্ত্রী পিতার দুঃশ্চিন্তার শেষ নেই। কিভাবে শিশুটির চিকিৎসা করাবেন এ নিয়ে ভাবনার শেষ নেই তার। তিনি বলেন, আমি গরীব মানুষ নবজাতক শিশুর চিকিৎসা করানো আমার পক্ষে কিছুতেই সম্ভব নয়।
ফেনী জেনারেল হাসপাতলের আবাসিক মেডিকেল অফিসার আসিফ ইকবাল দুই লিঙ্গ নিয়ে একটি নবজাতক শিশু জন্মের সত্যতা নিশ্চিত করেছেন।