নেত্রকোণার দুর্গাপুরের শিবগঞ্জ-বিজয়পুর সড়কের ডাকুমারা মাদ্রাসা সংলগ্ন এলাকার সড়কের পাশের জমাট পানির গর্ত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা মর্গে পাঠিয়েছে পুলিশ। অজ্ঞাত ব্যাক্তির পরনে হাফপ্যান্ট,গায়ে নীল রঙের গেঞ্জি ছিলো। বয়স আনুমানিক ৪৫ বছর বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে রাস্তার পাশে জমাট পানির গর্তে এক ব্যাক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে স্থানীয়রা থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
দুর্গাপুর থানার উপ-পরিদর্শক মো.আব্বাস আলী জানান,লাশ উদ্ধারের পর নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখনো নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি।