মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাট ক্ষেতলালে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৫জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১১ টায় উপজেলার ক্ষেতলাল-জয়পুরহাট সড়কের মালিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় সিএনজি একেবারে দুমড়েমুচড়ে যায়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন। এ সময় প্রায় এক ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ ছিল।
ক্ষেতালল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিবুল ইসলাম জানান, জয়পুরহাট থেকে ক্ষেতলালগামী সিএনজিচালিত অটোরিক্সাটি ক্ষেতলালে যাওয়ার সময় মালিপাড়া নামকস্থানে বিপরীতমুখী একটি দ্রæতগামী ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ২ জন মারা যান । তবে মারা যাওয়া এক জন পুরুষের পরিচয় জানা যায়নি। সিএনজিটি একেবারে দুমড়ে মুচড়ে গেছে বলে জানান তিনি। প্রত্যক্ষদর্শীরা জানায়, আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরো ৪ জন মারা গেছেন। দূর্ঘটনা এলাকা থেকে গাড়িটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।