পঞ্চগড় প্রতিনিধিঃ
১০ ফেব্রয়ারি (শুক্রবার) সংগঠনটির প্রতষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, অতিথি, আমন্ত্রিত বিভিন্ন সংগঠন এবং স্বেচ্ছাসেবকদের শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান, কেক কাটা, খেলাধুলা ও লটারীসহ জমকালো আয়োজনের মাধ্যমে ৭ম বর্ষপূর্তি উদযাপন করা হয়।
“টিম ভলান্টিয়ার পঞ্চগড়” ২০১৬ সালের ১০ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি বর্তমানে আত্মহত্যা, মাদক, ট্রাফিক সচেতনতা ও সাইবার ক্রাইম নিয়ে কাজ করছে।
এছাড়াও সংগঠনটির প্রতিষ্ঠালগ্ন থেকেই বৃক্ষ রোপণ, শীতবস্ত্র বিতরণ, ঈদ উপহার, বন্যা, খরা, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় ও রক্তদান, বাল্যবিবাহ এবং স্যানিটারি ন্যাপকিন নিয়ে কাজ করেছে।
উক্ত প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এস.এম সিরাজুল হুদা পিপিএম, পুলিশ সুপার, পঞ্চগড়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এস.এম শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, (প্রশাসন ও অর্থ) পঞ্চগড় এবং জনাব মনিরা ইয়াসমিন, সভানেত্রী, পুলিশ নারী কল্যান সমিতি, পঞ্চগড়।
সভাপতিত্ব করেন পঞ্চগড় জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ, প্রফেসর মোঃ দেলওয়ার হোসেন প্রধান। টিম ভলান্টিয়ার পঞ্চগড় এর সভাপতি মোঃ সোলাইমান আলী, প্রতিষ্ঠাতা মোঃ মুরাদ হাসান, সাধারণ সম্পাদক আফিরুল ইসলাম, উপদেষ্টাবৃন্দ, নির্বাহী কমিটি ও সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও পঞ্চগড় জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি/সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
পঞ্চগড় জেলার পুলিশ সুপার মহোদয় আগামীতেও টিম ভলান্টিয়ার পঞ্চগড় এর বিভিন্ন প্রোগ্রামে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণন ও সার্বিক সহযোগিতা প্রদান করার ইচ্ছাপোষণ করেন।