মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে ২ দিন ব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।
পাঁচবিবি শিক্ষার্থী সমিতির বিজ্ঞান মেলা উদযাপন কমিটির আয়োজনে শনিবার ( ১১ ফেব্রুয়ারী) সকাল ১১ এ উপলক্ষ্যে এক আলোচনা সভা সংগঠনের সভাপতি মোঃ রেজাউল হাসানের সভাপতিত্বে পাঁচবিবি লাল বিহারী পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রনালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এ্যাড সামছুল আলম দুদু।
এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, বিজ্ঞান উদযাপন কমিটির আহবায়ক ডক্টর আজমল হোসেন মন্ডল, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বিশিষ্ট কলাম লেখক আমিনুল হক বাবুল, জয়পুরহাট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু সাঈদ আল মাহবুব চন্দন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, শিক্ষার্থী সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান।
এর আগে প্রধান অতিথি জাতীয় পতাকা উত্তোলন ও ফিতা কেটে ২ দিন ব্যাপী বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন।
পরে অতিথি বৃন্দ বিজ্ঞান মেলায় অংশ গ্রহণকারী ক্ষুদ বিজ্ঞানীদের স্টল গুলো ঘুরে ঘুরে দেখেন। মেলায় উপজেলার ২০ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহন করেন।