বান্দরবান জেলা রুমা উপজেলায় ভয়াবহ অগ্নিকান্ডের ১২পরিবারের বসতঘর পুড়ে ছাই।
বৃৃহস্পতিবার ( ০৯ ফেব্রুয়ারি) বান্দরবানের রুমা সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দুর্গম ঠান্ডাঝিরি (রিখ্যাইন) পাড়ায় এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা সংঘটিত হয়। গ্রামটি রুমা সদর উপজেলা থেকে প্রায় ১২কিলোমিটার দুরে, আর ওই পাড়ার ছামংউ মারমা এর ঘরের চুলা থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়।
দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা শুনার পর তাৎক্ষণিকভাবে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নুম্রাউ মারমা, রুমা সদর ইউনিয়নের চেয়ারম্যান শৈমং মারমা, রুমা অগ্রবংশ অনাথালয়ের পরিচালক উ নাইনাদিয়া ভান্তে, মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও রুমা সাঙ্গু সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক সুইপ্রুচিং মারমা, রুমা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অংচওয়াং মারমা ও রুমা বাজার আদর্শ ঠান্ডাঝিরি পাড়ার অগ্নিকান্ডের সংঘটিত ঘটনাস্থলে পৌঁছেন।
ক্ষয়ক্ষতির তালিকা আনুমানি ১২টি পরিবারের সোনা গয়না ও ধানসহ ৫০ লক্ষাধিক সম্পদ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুম্রাউ মারমা। তিনি আরো বলেন, উপজেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের শুকনা খাবার হিসেবে প্রতি পরিবারকে পাঁচ কেজি চাল, এক কেজি করে ডাল এবং তেল বিতরণ করা হয়েছে এছাড়া রুমা সদর ইউপি চেয়ারম্যান তাঁর তহবিল থেকে তাৎক্ষনিকভাবে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ১০০কেজি চাল ও ৫০ কেজি আলু প্রদান করেছে।