মৌলভীবাজারের বড়লেখায় মিথ্যা মামলা দায়ের করে চার ব্যক্তিকে হয়রানির অভিযোগে মামলার বাদী মতিউর রহমানকে শোকজ করা হয়েছে। একই সঙ্গে মামলার দায় হতে আসামিদের অব্যাহতির আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ জিয়াউল হক এ আদেশ দেন।
এই তথ্য নিশ্চিত করেছেন বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী ইকরাম হোসেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালে উপজেলার সুজানগর ইউনিয়নের পাঠনা গ্রামের মৃত সুরমান আলীর ছেলে মতিউর রহমান বর্ণি ইউনিয়নের বর্ণি গ্রামের ফয়জুর রহমান, মারুফ উদ্দিন, মুহিবুর রহমান ও মকদ্দছ আলীকে আসামি করে ভূমি ক্রয়-বিক্রয় সংক্রান্তে বিশ্বাস ভঙ্গের মাধ্যমে অর্থ আত্মসাতের মামলা (নম্বর সিআর-১৪২) দায়ের করেন। আদালতে বিচার প্রক্রিয়ায় আসামিদের বিরুদ্ধে দায়ের করা অভিযোগের সত্যতা প্রমাণ করতে পারেননি বাদী। এরই মধ্যে মামলা চলাকালে ৪ নম্বর আসামি মকদ্দছ আলী মারা যান। গতকাল বৃহস্পতিবার (৯ফেব্রুয়ারি) দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে যথাযত অপরাধ প্রমাণিত না হওয়ায় আসামি ফয়জুর রহমান, মারুফ উদ্দিন, মুহিবুর রহমান’কে মামলার দায় হতে অব্যাহতি দেওয়া হয়। পাশাপাশি মামলার বাদী মিথ্যা অভিযোগ দায়ের করে আসামিদের (অব্যাহতি পাওয়া) হয়রানি করায় ফৌজদারি কার্যবিধির ২৫০ ধারায় বাদী মতিউর রহমান’কে শোকজ করেছেন আদালত। বাদী পক্ষের মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট হারুন অর রশীদ ও বিবাদী পক্ষে পরিচালনা করেন অ্যাডভোকেট সুব্রত কুমার দত্ত।