জয়পুরহাট প্রতিনিধিঃ
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অভিযানে কোটি টাকার ইয়াবা ট্যাবলেটসহ ৩ শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বুধবার(৮ফেব্রæয়ারী) ভোর রাতে পার্শ্ববর্তী দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার প্রস্তমপুর ফকিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো মোছাঃ শাহনাজ পারভীন, সিদ্দিক আলী শাহ ও মোছাঃ সেলিনা আক্তার রুপালি। তারা সকলেই বিরামপুরের শীর্ষ মাদক ব্যবসায়ী মোশারফ হোসেনের পরিবারের সদস্য। তবে অভিযানের সময় মোশারফ ও তার শশুর পালিয়ে যায়। এসময় তাদের নিকট থেকে ৯২ হাজার পিচ ইয়াবা উদ্ধার করেন। যার মূল্য প্রায় কোটি টাকা।
র্যাব জানায়, দিনাজপুর জেলার বিরামপুর পৌরসভার প্রস্তমপুর ফকিরপাড়ার মোশাররফ হোসেন ও তার স্ত্রী মোছাঃ শাহনাজ পারভীন এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী। তারা কক্সবাজার জেলার টেকনাফ থেকে ইয়াবার বড় বড় চালান নিজ বাড়ীতে নিয়ে এসে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সরবরাহ করতো। পরবর্তীতে কৌশল পাল্টিয়ে টেকনাফ থেকে সমুদ্র পথে পার্শ্ববর্তী দেশ হয়ে সোনা মসজিদ ও হিলি স্থলবন্দর দিয়ে দিনাজপুর জেলার বিরামপুরে তার নিজ বাড়িতে ইয়াবার চালান নিয়ে এসে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সরবরাহ করতো। এছাড়াও সে পার্শ্ববর্তী দেশ থেকে বিভিন্ন সময়ে বড় বড় ইয়াবার চালান বাংলাদেশে নিয়ে আসতো বলে তার স্ত্রী র্যাবের নিকট স্বীকার করে।