লিমন সরকার (ঠাকুরগাঁও) জেলা প্রতিনিধি : ‘মুজিব শতবর্ষের অঙ্গিকার, প্রতিষ্ঠিত হোক গৃহহীন-ভুমিহীনদের খাস জমিতে অধিকার’ এ অঙ্গিকার নিয়ে জম্ম-মত্যু নিববন্ধন নিশ্চিত করণ, ভুমি অধিকার ও কৃষি ভুমির সংস্কার বিষয়ে ভুমিহীনদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ঠাকুরগাওয়ের পীরগঞ্জে।
রবিবার দুপুরে উপজেলার সেনগাও ইউনিয়ন ভুমিহীন সমন্বয় পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্তরে এ সমাবেশ হয়। ভুমিহীন সমন্বয় পরিষদের সভা প্রধান জালাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন, সেনগাও ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, উন্নয়ন সংস্থা সিডিএ’র আঞ্চলিক সমন্বয়কারী কাওসারুল আলম, উপজেলা ভুমিহীন সমন্বয় পরিষদের সভা প্রধান অবিনাশ চন্দ্র রায় প্রমূখ।
সভায় ৩ দফা দাবিতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান করেন জনসংগঠনের সদস্যরা। সমাবেশে দেড় শতাধিক ভুমিহীন নারী পুরুষ অংশ নেয়।