মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
সরকারি বিধি অনুযায়ী অবসরজনিত কারনে বিদায়ী মানপত্র পাঠ ও ক্রেষ্ট প্রদানের মাধ্যমে জয়পুরহাটের ঐহিত্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পাঁচবিবি লাল বিহারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলামকে বিদায় জানায় প্রিয় প্রতিষ্ঠানের সহকর্মি ও শিক্ষার্থীরা। সোমবার দুপুরে প্রতিষ্ঠান প্রাঙ্গনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে বিদায়ী এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলার নির্বাহী অফিসার মোঃ বরমান হোসেন। একই মঞ্চে বিদালয়ের ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন প্রতিষ্ঠানের শিক্ষার্থী বড়ভাইয়েরা।
এসময় উপস্থিত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান খান, বিদায়ী শিক্ষক মোঃ নজরুল ইসলাম সহ প্রতিষ্ঠানের একাধিক শিক্ষকগণ। একই সঙ্গে প্রতিষ্ঠানের শিক্ষার্থী বিদায়ী শিক্ষক নজরুল ইসলামের উদ্যেসে বিদায়ী মানপত্র পাঠ করেন।