মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
দেশের বিভিন্ন শ্রেণীপেশার মানুষকে নগদ আর্থিক সহায়তার চেক প্রদান করে আসছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় ২০২২-২৩ অর্থ বছরের সহায়তার চেক, গতকাল সোমবার সকালে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে গরীব অসহায় পরিবারের মাঝে বিতরণ করেন জয়পুরহাট-১ আসনের সাংসদ অ্যাডভোকেট সামছুল আলম দুদু এমপি। এবিষয়ে এমপি দুদু বলেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকেই গরীব অসহায় অসচ্ছল ব্যাক্তির পূর্নবাসন, কোন ব্যাক্তি জটিল রোগে আক্রান্ত হলে তার চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর সহায়তা তহবিল থেকে এককালীন আর্থিক সহায়তা প্রদানের ব্যবস্থা করেন। এবছর উপজেলার এমন কয়েকজন অসচ্ছল ব্যাক্তি প্রধানমন্ত্রীর সহায়তা তহবিলের ২০ লক্ষ টাকার চেক প্রদান করা হয় বলেও জানান এমপি মহদোয়।
এসব উপস্থিত ছিলেন উপজেলা আ,লীগ সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান এস এম রবিউল আলম পিন্টু, আ,লীগ নেতা আব্দুস ছামাদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা শৈশব সহ অনেকেই।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment