রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের বালাসি ঘাট হতে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ৪ জনের বিভিন্ন মেয়াদে সাজা ও বালুসহ ১টি ড্রাম-ট্রাক্টর জব্দ করেছে ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও নৌ পুলিশ।
গত শুক্রবার (৩ ফেব্রুয়ারী) রাতে উপজেলার বালাসি ঘাট সংলগ্ন ব্রহ্মপুত্র নদীর চরে বিশেষ অভিযান চালিয়ে গাড়িটি জব্দ করা হয়। এসময় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে চার জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- মোঃ মশিউর রহমান(২২), শফিকুল ইসলাম (৪৮), মোন্নাফ মিয়া (১৮) ও রোবায়েত আল মুহিত (২৫)।
শনিবার (৪ ফেব্রুয়ারী) দুপুরে ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুর রহমান ভ্রাম্যমান আদালত বসিয়ে আটককৃতদের বিরুদ্ধে ২০১০ সালের বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনে মশিউর রহমান, শফিকুল ইসলাম, মোন্নাফ মিয়া কে ১ মাস ও রোবায়েত আল মুহিতকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুর রহমান বলেন, ব্রহ্মপুত্র নদ থেকে ক্রমাগত বালু উত্তোলনের ফলে নদীর তীর রক্ষা বাঁধসহ নদীর তীরবর্তী এলাকা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। চক্রটি কিছুদিন যাবত অবৈধভাবে বালু তুলে আসছিল। এমন সংবাদের ভিত্তিতেই আমরা শুক্রবার (৩ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৯ টায় দিকে বালু বোঝাই একটি ড্রাম-ট্রাক্টর জব্দ করি এবং এর পাশাপাশি ব্রহ্মপুত্র নদীর বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনে জড়িতদের আটক করে ভ্রাম্যমান আদালত পরিচালনা করি। বালু বোঝাই জব্দ করা গাড়ি টি ফুলছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।