নাগরপুর (টাঙ্গাইল)সংবাদদাতাঃ
বাংলাদেশ আ.লীগ টাঙ্গাইল জেলা ও নাগরপুর উপজেলার সম্মানিত সদস্য তারেক শামস্ খান হিমুর সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলের শুভেচ্ছা বিনিময় করেছেন জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর ইউনিটের নেতৃবৃন্দ।
শনিবার (৩ ই ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর ইউনিট এর অস্থায়ী কার্যালয়ে নাগরপুর ইউনিট এর সভাপতি এস.এম আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হক বাবুর নেতৃত্বে তারেক শামস্ খান হিমুকে জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় তিনি নবগঠিত নাগরপুর ইউনিটের নতুন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।
এ প্রসঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর ইউনিটের সভাপতি এস এম আনোয়ার বলেন, আমরা সংগঠনের পক্ষ থেকে নাগরপুরে জননেতা তারেক শামস্ খান হিমুর সাথে শুভেচ্ছা বিনিময় করেছি। তিনি আমাদের নতুন কমিটি’কে শুভ কামনা জানিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি মোঃ আল মামুন রাজু, সহ সভাপতি মো :কামরুল ইসলাম কোহিনূর, সিনিয়র যুগ্ম সম্পাদক মো: মহিদুল ইসলাম রাশেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক কাজি মোস্তফা রুমি, কোষাধ্যক্ষ রিপন কুমার সাহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক, মোঃ আরিফুল ইসলাম, সম্মানিত সদস্য ডা. এম. এ মান্নান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রিফাত হোসেন প্রমূখ।
উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি ১ বছর মেয়াদি জাতীয় সাংবাদিক সংস্থা, নাগরপুর ইউনিটে মোট ১৭ জন সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়, জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিট।