মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩

বগুড়া -৬ আসনে এগিয়ে নৌকা, হিরো আলম তৃতীয়

যা যা মিস করেছেন

বগুড়া প্রতিনিধি: বগুড়া -৬ (সদর) আসনের উপনির্বাচনের ভোট গণনায় এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত রাগেবুল আহসান রিপু। এই আসনের ১৪৩ কেন্দ্রের মধ্যে ৮৫ কেন্দ্রের প্রাপ্ত ভোটে নৌকার প্রার্থী পেয়েছেন ২৬ হাজার ৭০৯ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবদুল মান্নান আকন্দ ট্রাক প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৭৯৯ ভোট। এই আসনে তিন হাজার ৯৫৬ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন একতারা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম।

বুধবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর থেকে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম এই ফল ঘোষণা করছেন।

এর আগে সকাল সাড়ে ৮টা থেকে বগুড়া-৪ ও ৬ আসনে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

More articles

সর্বশেষ