দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

 ডিমলা(নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারী ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের নিজপাড়া গ্রামের ভাঙ্গারপুল এলাকায় ফস‌লি জ‌মি থে‌কে মা‌টি কাটার অপরা‌ধে একটি ভেকু মেশিন জব্দ করা হয়। এ সময় মা‌টি কাটার সা‌থে জ‌ড়িত কাউকে পাওয়া যায়নি।

মঙ্গলবার (৩১ জানুয়ারী) দুপুরে ডিমলা থানা পুলিশের একটি টিম স‌ঙ্গে নি‌য়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন এ ভ্রাম্যমাণ আদালত প‌রিচালনা ক‌রেন।

গোপন সূ‌ত্রে জানা গে‌ছে, উপজেলার নাউতারা ইউনিয়নের নিজপাড়া গ্রামে ভাঙ্গারপুল এলাকায় দেখা গেছে, আবাদি জমির মাটি এস্কেভেটর (ভেকু) মেশিন দিয়ে কেটে পুকুর তৈরি ও জমির মাটি/বালু টাকার বিনিময়ে একাধিক ব্যক্তির নিকট বিক্রির দৃশ্য। ওই গ্রামের আইনুদ্দিন ডিলারের বাড়ির নিকটে ফসলি জমিতে গত ৬/৭ দিন যাবত চলছে মাটিকাটা ও বিক্রির এই কাজ।এই সংবাদের ভিত্তিতে সরেজমিনে গিয়ে মঙ্গলবার (৩১ জানুয়ারী) দৈনিক জনবাণীতে বালু উত্তোলনের মহোৎসব,পরিবেশের সঙ্গে হুমকির মুখে ফসলি জমি শিরোনামে সংবাদ প্রকাশ করায় এস্কেভেটর (ভেকু)মেশিন টি জব্দ করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, ফসলি জমি নষ্ট করে মাটি/বালু কেটে বিক্রি করার দায়ে এস্কেভেটর (ভেকু)মেশিনটি জব্দ করা হয়

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version