মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
শহীদ পুলিশ সুপার নাজমুল হক পুলিশ লাইন্স হাইস্কুল জয়পুরহাট এর উদ্যোগে ও বিদ্যালয়ের নির্বাহী কমিটির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব রফিকুল আলম এর সার্বিক সহযাগীতায় ঐতিহাসিক পাহাড়পুরে শিক্ষা সফর আনন্দ ঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ শিক্ষা সফর শিক্ষার্থীদর মেধা অন্বেষণ এবং অভিভাবক দের নিয়ে বিভিন্ন প্রতিযোগীতা শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুর রহমানের সভাপতিত্বে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের নির্বাহী কমিটির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব রফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের নির্বাহী কমিটির সদস্য আবু তাহের শেখ, জেলা আওয়ামীলীগ নেতা আব্দুর রাজ্জাক।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক মোস্তাকুর রহমান, গোলাম মাসুদ, আল এমরান, আনোয়ার হোসেন, আনজুমান বানু সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।