মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩

বিএনপি নেতা মুনির হোসেন কারামুক্ত

যা যা মিস করেছেন

মোঃ মহিবুল ইসলামঃ

দীর্ঘ প্রায় দুই মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মো. মুনির হোসেন। রোববার বিকাল সাড়ে তিনটার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

কারাফটকে মুনির হোসেনকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে ঘিরে ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ওইদিনই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে চার শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। সেদিন মুনির হোসেনকেও গ্রেফতার করা হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ এখনও অনেক নেতাকর্মী কারাগারে রয়েছেন।

More articles

সর্বশেষ