জয়পুরহাট প্রতিনিধিঃ২৮ জানুয়ারি ২০২৩
জয়পুরহাটের কালাইয়ে সরকার বিরোধী নাশকতার পরিকল্পনার গোপন বৈঠক করার সময় জামায়াতে ইসলামীর উদয়পুর ইউনিয়নের আমিরসহ তিন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার জিন্দারপুর ইউনিয়নের মোলামগাড়ীহাট বাজারে একটি শিক্ষা প্রতিষ্ঠানের ভিতর থেকে তাঁদের গ্রেফতার করা হয়। ওই সময় ঘটনাস্থল থেকে কিছু জিহাদি বই উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যাক্তিরা হলেন, কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের জামায়াতে ইসলামীর আমির চেচুরিয়া গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে মো. আঃ সোবাহান (৬১), জামায়াতে ইসলামীর সদস্য মাত্রাই গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে মো মোঃ সোবাহান (৪৫), জামায়াতে ইসলামীর সদস্য থল গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে মো. আবুল কালাম (৭১)। পুলিশ জানায়, শনিবার দুপুরে কালাই উপজেলায় মোলামগাড়ীহাট বাজার এলাকায় একটি শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা সরকার বিরোধী কর্মকান্ড ও নাশকতার পরিকল্পনা করছিলেন এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান আরও কয়েকজন। এ তথ্য নিশ্চিত করে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে।