মোঃ বাবুল হোসেন. জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের র্যাবের অভিযানে কিশোর গ্যাংয়ের দলনেতাসহ ৩জনকে আটক করেছে র্যাব। শুক্রবার(২৭ জানুয়ারী) রাতে জয়পুরহাট পৌরসভার পৃথিবী কমপ্লেক্স এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার সকালে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর মোস্তফা জামান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য জানানো হয়েছে। আটক কিশোর গ্যাংয়ের সদস্যরা হলো- বগুড়া সদর উপজেলার নিশিন্দারা মধ্যপাড়া গ্রামের মোঃ নওশাদ আলীর পুত্র কিশোর গ্যাংয়ের দলনেতা সাঈদ নাঈম, জয়পুরহাট সদরের গুলশান মোড়ের কোরবান আলীর পুত্র কারিমুল ইসলাম(২৩), শান্তিনগর এলাকার মৃত আব্দুল ওয়াহেদ সরদারের পুত্র নাহিদ হাসান(২৩)।
র্যাব জানায়, আটক কিশোর গ্যাংয়ের সদস্যরা জয়পুরহাট সদর থানা এলাকার উদীয়মান কিশোর সন্ত্রাসী হিসেবে পরিচিত। দলনেতা সাঈদের নেতৃত্বে ৫/৭ জনের একটি গ্রæপ এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছিল। শুক্রবার সন্ধ্যায় শহরের পৃথিবী সিনেমা কমপ্লেক্সের তৃতীয় তলায় একত্রিত হয়ে ছিনতাইয়ের প্রস্তুুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে র্যাব অভিযান চালিয়ে তাদের হাতে নাতে আটক করে। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে আরো ২/৩ জন পালিয়ে যায়। তল্লাশীতে তাদের কাছ থেকে একটি প্লাস্টিকের পিস্তল, ধারালো টিপ চাকু, গাঁজার পুরিয়াসহ মাদক সেবন করার অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করেন।
পরে আটককৃতদের বিরুদ্ধে জয়পুরহাট জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।