এবি হান্নান, ভোলা।।
মসজিদে নামাজরত অবস্থায় শাহজাহান (৬৫)নামে এক মুসল্লির (সাবেক স্কুল শিক্ষক) মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ জানুয়ারি) ভোলা লালমোহনের গজারিয়া বাজার জামে মসজিদে মাগরিবের নামাজ সময় এ ঘটনা ঘটে।
মৃত মুসল্লি শাহজাহান (৬৫) লালমোহন সাদা পোল এলাকার হারিস মাস্টার বাড়ির মৃত আবু তাহের মাস্টারের ছেলে।
তিনি চরফ্যাশন উপজেলার ঢালচর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষক ছিলেন।
মুসল্লিরা জানান, সবাই নামাজ আদায়ের জন্য কাতারে দাঁড়ায়, হঠাৎ করেই হেলে পড়েন তিনি। এবং মসজিদের ফ্লোরে তাঁর মৃত্যু হয়।
পরে আত্মীয় স্বজনরা এসে মরদেহটি তার বাড়িতে নিয়ে যান।

ঐ এলাকার মুসল্লি মোঃ সাইফ উদ্দিন শাওন ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।