মিয়া মোহাম্মদ ছিদ্দিক,কটিয়াদী( কিশোরগঞ্জ)
সারাদেশে জেকেঁ বসেছে শীত। হিম হিম ঠান্ডা বাতাস কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশী কাবু করে নিম্ন আয়ের মানুষকে। কিশোরগঞ্জের কটিয়াদীতে শীতার্ত অসহায়,দুস্হ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশেঁ দাড়াঁন,৫০ জনের অধিক মানুষের মাঝে বিতরণ।
মহিলা বিষয়ক ও যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন কটিয়াদী পৌর সদরে” ডেভেলপমেন্ট ফর সোসাইটি( ডিপিএস)। আজ সকাল ১০ ঘটিকার সময় সংঠনের কার্যালয়ে সভানেএী শাহানাজ পারভীনের সভাপতিত্বে ডিপিএস চেয়ারম্যান ,এম নজরুল ইসলামের পরিচালনায় পৌর এলাকার কামারকোনা, ভোগপাড়ার অসহায়,দুস্হ প্রায় ৫০ জনের অধিক শীতার্তদের মাঝে ডেভেলপমেন্ট ফর সোসাইটি ( ডিপিএস) এর পক্ষ থেকে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উষতার জন্য কম্বল বিতরণ করা হয়।
উক্ত কম্বল বিতরন অনুষ্টানে ডিপিএস চেয়ারম্যান, কটিয়াদী প্রবাহ’র সম্পাদক এম,নজরুল ইসলাম জানান যে, আমি যত দিন বেচেঁ থাকব আমার সামর্থ ও অন্যান্যদের সহযোগিতায় এ কর্মসুচি প্রতিবছরের ন্যায় চালু থাকার আশ্বাস দেন।