নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীতে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে হাসান গাটু (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৫/জানুয়ারি) সকালে সদর উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নের শালহাটি বাজারের খাটামারী পুল এলাকায় এ ঘটনাটি ঘটে।
হাসান গাটু নীলফামারী সদর উপজেলার সোনারায় কাচারিপাড়া ভবানীমোড় এলাকার আব্দুর রশিদের ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, হাসান গাটু একজন পেশাদার চোর। তিনি বিভিন্ন সময় চুরির ঘটনায় গ্রেফতার হয়েছিলেন।
সকালে একটি মোটরসাইকেল চুরি করে পালানোর সময় সদর উপজেলার কুন্দুপুকুর শালাহাটি বাজারের খাটামারী পুল এলাকায় অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউপ। তিনি বলেন, সকাল ৯টার দিকে শালহাটি এলাকায় অটোরিকশা ও মোটরসাইকেল সামনাসামনি সংঘর্ষে হাসান গাটুর মৃত্যু হয়েছে।তিনি আরো বলেন,তার বিরুদ্ধে আদালতে ১৩টি চুরির মামলা বিচারাধীন।