কুষ্টিয়া প্রতিনিধি-সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ইবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রোকন উদ্দিনসহ অন্য বন্দিদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।
আজ বুধবার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ক্যাম্পাস পার্শ্ববর্তী শেখ পাড়া বাজারে বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে এই দাবি জানায় তারা।
ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের নেতৃত্বে বিক্ষোভটি শুরু হয়। পরে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক প্রদিক্ষণ করে তারা। কর্সসূচিতে শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, সালাউদ্দিন রানা, আহবায়ক কমিটির সদস্য রাফিজ আহমেদ, নুর উদ্দিন, তরীকুল ইসলাম সৌরভ, রোকন, স্বাক্ষর, মামুন, পুলকসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
Show quoted text