আল নোমান শান্ত, দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণা জেলার দুর্গাপুরের অ্যাডভান্সড মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল ১১টায় কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান শিক্ষক মো. সাইফুল হক শামীমের সভাপতিত্বে ও শিক্ষক মো.আলামিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, অভিভাবক ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. জামাল তালুকদার,অভিভাবক ও সাংবাদিক কলি হাসান,ওলি আহমেদ সহ স্কুলের শিক্ষক ও অভিভাবকবৃন্দ। শেষে বিজয়ী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।