এ,এম স্বপন জাহান, মধ্যনগর উপজেলা প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশায় হাওরের ফসলরক্ষা বাঁধের কাজ সময় মতো শুরু না করার প্রতিবাদে এবং নির্ধারিত সময়ের মধ্যে বাঁধের কাজ শেষ করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টার দিকে দশধরী ব্রীজ সংলগ্ন স্থানে এ মানববন্ধনের আয়োজন করেন উপজেলা হাওর বাঁচাও আন্দোলন কমিটি।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার অর্ধশতাধিক মানুষ অংশ নেয়। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোলনের ধর্মপাশা উপজেলা কমিটির সদস্য সচিব চয়ন কান্তি দাস, সদস্য লিপু মজুমদার, কৃষক এনামুল হক, আউয়াল মিয়া, রকিব মিয়া প্রমুখ। বক্তারা বলেন, গত বছরের ৩০নভেম্বরের মধ্যে ফসলরক্ষা বাঁধের প্রকল্প বাস্তবায়ন কমিটি পিআইসি গঠন কাজ শেষ করার কথা ছিল, কিন্তু এখনো তা শেষ হয়নি।
হাওরের ফসলরক্ষা বাঁধের সবগুলো প্রকল্প কাজ এখনো শুরু না হওয়ায় কৃষকেরা হাওরের বোরো ফসলরক্ষা নিয়ে চিন্তিত। দ্রুত সময়ের মধ্যে বাঁধের পিআইসি গঠন কাজ শেষে বাঁধের সবগুলো প্রকল্পে কাজ শুরু করে তা নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার দাবি জানান।