ভোলা জেলা প্রতিনিধি।।
ভোলা চরফ্যাশন আঞ্চলিক মহা সড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১জন নিহত হয়েছে এবং নারী ও শিশুসহ ৪০ জন আহত হয়েছেন। এ সময় গুরুতর আহত ৩০-৩৫জন যাত্রীকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুর ১টার দিকে ভোলার উপশহর বাংলাবাজার সংলগ্ন জয়নগর টেকনিক্যাল কলেজ এলাকায় এই দুর্ঘটনা ঘটনা ঘটে।
এ ঘটনায় শাজাহান (৬৫) নামের এক ব্যক্তি ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছে।
নিহত শাজাহান ভোলার লালমোহন উপজেলা ধলীগৌর নগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কুমারখালী গ্রামের বাসিন্দা।
জানা যায়, ভোলা থেকে প্রায় ৪০ জন যাত্রী নিয়ে চরফ্যাশনের উদ্দেশে ছেড়ে যাচ্ছিল যাত্রীবাহী বাস জমাদ্দার। যার রেজিস্ট্রেশন নম্বর ভোলা-ব ০৫-০০১৮। বাসটি দুর্ঘটনা কবলিত এলাকায় পৌঁছার পর দুপুর ১টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
খবর পেয়ে বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম ও ভোলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহত ৩০-৩৫ যাত্রীকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠায়।
বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) শেখ ফরিদ উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্ত চলমান রয়েছে। বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।